প্রথম ম্যাচে সাদামাটা সাকিব, কলকাতার জয়

প্রকাশ | ১২ এপ্রিল ২০২১, ০৮:৪৬ | আপডেট: ১২ এপ্রিল ২০২১, ১০:৪১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ভারতের ফ্রাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। উত্তেজনাকর ম্যাচে চাপ কাটিয়ে শেষ পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদকে ১০ রানে হারিয়ে আইপিএল অভিযান শুরু করল মর্গান ব্রিগেড। এদিন রাতে নাইটদের জয়ের নায়ক নীতিশ রানা। 

টস জিতে বিরোধী শিবিরকে ব্যাটে পাঠান সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কলকাতা নাইট রাইডার্সের ওপেনিংয়ে শুভমান গিলের সঙ্গে নামেন নীতিশ রানা। দুই ওপেনার দারুণ শুরু করেছিলেন। পাওয়ার প্লে–র ৬ ওভারে দুজনে তুলে ফেলেছিলেন ৫০। পরের ওভারেই রশিদ খানের ধাক্কা। শুভমানকে (‌১৫)‌ তুলে নেন। 

শুভমান ফিরে গেলেও ঝড় তোলেন নীতিশ রানা ও রাহুল ত্রিপাঠী। দু'জনে জুটিতে তোলেন ৯৩। নটরাজনের বলে ত্রিপাঠী (‌২৯ বলে ৫৩)‌ ফিরতেই ধস নাইট রাইডার্সে। পরপর ফিরে যান রাসেল (‌৫)‌, নীতিশ রানা (‌৫৬ বলে ৮০) ও অধিনায়ক ইওয়িন মর্গান (‌২)‌। ১৮তম ওভারে মহম্মদ নবি পরপর দু’‌বলে নীতিশ রানা ও নাইট অধিনায়ক মর্গানকে তুলে জোর ধাক্কা দেন নাইট শিবিরে। দীনেশ কার্তিক ৯ বলে করেন ২২। ২০ ওভারে শেষ পর্যন্ত ১৮৭/‌৬। শেষ ৫ ওভারে একেবারেই সুবিধা করতে পারেনি নাইট রাইডার্স। ৫ উইকেট হারিয়ে তোলে মাত্র ৪২। এই ৫ ওভারে আসে মাত্র ৪টি বাউন্ডারি।

চিপকের স্পিন সহায়ক উইকেটে হরভজন সিংয়ের অভিজ্ঞতা কাজে লাগাতে চেয়েছিলেন মর্গান। প্রথম ওভারেই তার হাতে বল তুলে দেন। তবে সানরাইজার্স হায়দরাবাদকে প্রথম ধাক্কা দেন প্রসিদ্ধ কৃষ্ণ। তুলে নেন ডেভিড ওয়ার্নারকে (‌৩)‌। পরের ওভারেই ঋদ্ধিমানকে (‌৭)‌ তুলে নেন সাকিব আল হাসান। মনীশ পাণ্ডে ও জনি বেয়ারস্টো দলকে টানছিলেন। বেয়ারস্টোকে (৫৫) তুলে নেন কামিন্স। নবিকে ফেরান (১৪) প্রসিদ্ধ। মনীশের (অপরাজিত ৬১) লড়াই কাজে এল না। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৭৭/৫ তোলে সানরাইজার্স হায়দরাবাদ।

এদিন নিজেদের ইনিংসে শেষদিকে ব্যাটিংয়ে এসে কিছু করে দেখাতে পারেননি সাকিব। মতৃতীয় ওভারে বল করতে এসে প্রথম বলেই উইকেট পেয়ে যান সাকিব। তার প্রথম বলে স্টাম্পে টেনে বোল্ড হন ঋদ্ধিমান সাহা। ওই ওভারে মাত্র ১ রান দেন সাকিব।

পরের ওভারে অবশ্য সুবিধা করা যায়নি। জনি বেয়ারস্টো ইনসাইড আউটে তাকে হাঁকান ছক্কা, মানিষ পান্ডেও বের করেন বাউন্ডারি। আরও দুই সিঙ্গেলসহ আসে ১২ রান।

তৃতীয় ওভারেও এক ছক্কা খেয়ে দেন ১০ রান। ১৪তম ওভারের দ্বিতীয় স্পেলে শেষ ওভারটি করতে এসেও এক ছক্কায় দেন আরও ১১ রান। তার বোলিং ফিগার দাঁড়ায় ৪-০-৩৪-১।

ঢাকাটাইমস/১২এপ্রিল/একে