ব্রাজিলকে টপকে করোনা সংক্রমণে ফের দ্বিতীয় ভারত

প্রকাশ | ১২ এপ্রিল ২০২১, ০৮:৫৭

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাস মহামারি নতুন করে তাণ্ডব শুরু করেছে বিশ্বজুড়ে। ব্রাজিলকে টপকে করোনা সংক্রমণে ফের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে একদিনে করোনা সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড ভেঙেই চলেছে।

করোনাভাইরাস মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরই অনেকদিন ধরে দ্বিতীয় অবস্থানে ছিল ভারত। বেশ কয়েকদিন আগে ব্রাজিলে করোনা সংক্রমণ মারাত্মক হারে বেড়ে যাওয়ায় ভারতকে টপকে যায়  দেশটি। 

গত দুই দিন ভারতে করোনায় একদিনে সংক্রমণের নতুন রেকর্ড গড়েছে। যার ফলে ব্রাজিলকে পেছনে ফেলেছে ভারতে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৩৫ লাখ ২৫ হাজার ৩৭৯ জন এবং মারা গেছে এক লাখ ৭০ হাজার ২০৯ জন।

ব্রাজিলে আক্রান্ত হয়েছে এক কোটি ৩৪ লাখ ৮২ হাজার ৫৪৩ জন এবং মারা গেছে তিন লাখ ৫৩ হাজার ২৯৩ জন।

সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মারা গেছেন ২৯ লাখ ৪৯ হাজার ২৭৯ জন। আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৩৫২ জন।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১০ কোটি ৯৮ লাখ ৬০ হাজার ৬২০ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ৩৮ লাখ ২০ হাজার ৪৫৩ জন।

ঢাকাটাইমস/১২এপ্রিল/একে