টটেনহ্যামের বিপক্ষে ম্যান ইউর বড় জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ এপ্রিল ২০২১, ১১:৪০

ইংলিশ প্রিমিয়ার লিগের জয়ের ধারা অব্যাহত রেখেছে ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যামের ঘরের মাঠে হ্যারি কেনদের ৩-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ওলে গানার সুলেশারের শিষ্যরা। এ জয়ের ফলে শিরোপার আশা এখনো বাঁচিয়ে রাখল ম্যান ইউ।

রবিবার রাতে ঘরের মাঠে দাপুটে ফুটবল খেলতে থাকেন টটেনহ্যাম। একের পর আক্রমণে ম্যান ইউর রক্ষণভাগকে ব্যস্ত করে কেন-সনরা। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ৪০ মিনিট পর্যন্ত।

এ সময় গোল করে দলকে এগিয়ে নেন সন হিউয়েন মিন। দলীয় আক্রমণে ডি-বক্সের মধ্য থেকে বাঁয়ে আড়াআড়ি ক্রস দেন লুকাস মউরা। নিচু শটে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সন। আসরে এটি তার ১৪তম গোল। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্দের খেলায় গোলের জন্য মরিয়া হয়ে উঠে সফরকারীরা। সফলতা আসে ম্যাচের ৫৭তম মিনেটে। ফ্রেদের পাসে কাছ থেকে নেওয়া কাভানির শট ফিরিয়ে দেন গোলরক্ষক উগো লরিস, কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। ছোট বক্সে বল পেয়ে সহজেই জালে জড়ান ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেদ।

৭৩তম মিনিটে কাছ থেকে নেওয়া হ্যারি কেইনের জোরালো শট ডানে ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক ডিন হেন্ডারসন।

ছয় মিনিট পর এগিয়ে যায় ইউনাইডেট। খানিক আগে বদলি নামা গ্রিনউডের ক্রসে ডাইভিং হেডে বল জালে জড়ান কাভানি। আর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে পল পগবার পাস পেয়ে কাছের পোস্ট দিয়ে জালে বল পাঠিয়ে জয় নিশ্চিত করেন গ্রিনউড।

এ জয়ের পরও পয়েন্ট টেবিলে কোনো পরিবর্তন আসেনি। কেননা টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি এখনো ইউনাটেডের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে রয়েছে। ৩২ ম্যাচে সিটি সংগ্রহ ৭৪। আর দুইয়ে থাকা ম্যান ইউ ৩১ ম্যাচ খেলে সংগ্রহ করেছে ৬৩ পয়েন্ট।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :