ড. নেয়ামত উল্যা ভূঁইয়ার অণুকাব্য

প্রকাশ | ১২ এপ্রিল ২০২১, ১২:৫৮ | আপডেট: ১২ এপ্রিল ২০২১, ১৩:০৬

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া

১.ধোঁকার পোকা

 

বন্ধু বলো, শত্রু বলো, চালাক কিবা বোকা,

হোক বিদেশি বা স্বদেশি, খুকু কিবা খোকা।

মানুষ বুকে বুকও মিলায়,

পরের জন্যে প্রাণও বিলায়,

কেউবা আবার মানুষ হ’য়ে মানুষকে দেয় ধোঁকা;

সমাজ দেহের কোষে কোষে এমন বিষের পোকা-

ওদের ধোঁকাবাজির ধারার যায় না গতি রোখা।

 

২.  ভোগ নয়; চাই ত্যাগ

 

ত্যাগ আর ভোগবাদ; দু’মেরুতে রয়,

ভোগ পায় ভাগাড়, আর ত্যাগ দেবালয়।

ভোগবাদী  ভাসে শুধু লোভের লাভায়,

পাপ তারে গ্রাস করে নগ্ন থাবায়।

ত্যাগীদের তরী ভাসে  দিল-দরিয়ায়,

জীবন ধন্য হয় পুণ্য আভায়।

 

৩. বড়ো মানুষের দুর্দিন

 

বড়ো লোকের সংখ্যা বেশি,বড়ো মানুষ কম,

বড়ো মাপের মানুষ যেনো বাসি আলুর দম।

এমন ধারা চলতে দিলে

গিলবে ভুবন যে হাড়গিলে;

তার থাবাকেই মানতে হবে সভ্য লোকের যম।

 

৪. শ্রমের সাফল্য

 

চাও যদি উন্নতি, চাও যদি মঙ্গল,

মেধাকেই করা চাই জীবনের সম্বল-

যার যতো ঝরে ঘাম,

দাও তারে ততো দাম;

নিজ নিজ কাজ করো ভুলে কূটকৌশল,

সাফ করো সমাজের জঞ্জাল-জঙ্গল-

অন্যথা শ্রম ঘাম— সবি হবে নিষ্ফল।

 

৫. দূষণমুক্ত পরিবেশ

 

রঙ ঢেলে নদীনালা করে যারা দূষিত,

ইনডাস্ট্রিয়ালিস্ট নামে তারা ভূষিত।

‘ই.টি.পি’তো বাতুলতা,

মুনাফাই মূল কথা;

তারা নাকি প্রগতির ধারা করে সূচিত।

 

৬. সত্যসাধন

 

শুভবোধের সুধার ধারায় যুদ্ধ ক’রে চিত্ত তোর,

জ্ঞানের জোরে হোক সে জয়ী ছেড়ে বৃথা বিত্ত জোর।

পুষিয়ে নিয়ে সকল ক্ষতি

এতেই হবে তোর উন্নতি;

সত্যসাধন করেই পাবি সব তিমিরের নিত্য ভোর।

 

৭. একটা মা

 

অনেক পথ; দুইটা পা,

বায়না অনেক; একটা ’না’।

অনেক ক্ষুধা;

খানিক সুধা-

অনেক নারী; একটা মা।