শ্রমিকদের কারখানায় আনা নেয়ার কোনো ব্যবস্থা রেখেছেন?

রাজু আলাউদ্দিন
 | প্রকাশিত : ১২ এপ্রিল ২০২১, ১৫:২০

মালিকদের দরদের শেষ নেই। তারা কারখানা খোলা রাখতে চান যাতে করে শ্রমিকরা গ্রামে গিয়ে সংক্রমণ বাড়াতে না পারে। হে দরদী বকুলগণ, আপনারা কি তাদেরকে বাসস্থান থেকে কারখানায় আনা নেয়ার কোনো ব্যবস্থা রেখেছেন?

এই করোনাকালে তাদেরকে কাজ করানোর জন্য অতিরিক্ত মজুরির কোনো ব্যবস্থা করেছেন? আপনারা তো সরকারের কাছ থেকে প্রণোদনা হিসেবে করোনার অজুহাতে বাগিয়ে নিয়েছেন অনেক কিছু। দিয়েছেন কিছু এই গরীব শ্রমিকদেরকে?

মাসের পর মাস তাদের বেতন বকেয়া রাখেন। মাত্র কয়েকশ টাকা মজুরি বাড়াতেও আপনাদের কত আপত্তি। এই আপনারাই এখন পোষাক শ্রমিকদের মাধ্যমে সারাদেশে সংক্রমণ ছড়িয়ে পরতে পারে ভেবে ভীষণ চিন্তিত।

এইসব কাচা ভণ্ডামি আর কত করবেন। সোজা করে বলেন যে শ্রমিকদের রক্ত ও জীবনের বিনিময়ে হলেও, এই দুর্যোগকালে আপনাদের মুনাফা করতে হবে।

লেখক: কবি, প্রাবন্ধিক ও অনুবাদক

ঢাকাটাইমস/১২এপ্রিল/এসকেএস

সংবাদটি শেয়ার করুন

ফেসবুক কর্নার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :