কম দামের ইলেকট্রিক গাড়ি এসএআরআইটি

ঢাকাটাইমস ডেস্ক
| আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১৫:৪৭ | প্রকাশিত : ১২ এপ্রিল ২০২১, ১৫:৩৬

কানাডার একটি কোম্পানি বৈদ্যুতিক গাড়ি তৈরির পরিকল্পনা ঘোষণা দিয়েছে। টরন্টোর কাছের কোম্পানি এলভি এসএআরআইটি নামের যে গাড়ি তৈরির পরিকল্পনা জানিয়েছে তাতে গাড়ির খুচরা বাজারে দাম পড়তে পারে মাত্র ৪ হাজার ডলার (প্রায় সাড়ে তিন লাখ টাকা)।

খবরে বলা হয়েছে, এলভি নামের কোম্পানিটি যে গাড়ি তৈরির পরিকল্পনা করেছে সেটি ছোট এবং তিন চাকার। এটি ঘণ্টায় সর্বোচ্চ ৩২ কিলোমিটার গতিতে চলতে পারবে এবং এক চার্জে চলবে একশ কিলোমিটার।

এটি দেখতে বেশ ছোট এবং ব্যক্তিগত বা একা ভ্রমণের জন্য দুর্দান্ত হবে বলে মনে করছে সংস্থাটি। টরোন্টোর উত্তরে অরোরাতে ফ্যাক্টরি বানাতে যাচ্ছে এলভি।

এলভির তৈরি গাড়িটি দেখতে অনেকটা গলফ মাঠে চলাচল করা গাড়ির মতো। এতে মাত্র একটি সিট রয়েছে। মনে করা হচ্ছে, এই গাড়ি বাজারে আসলে বৈদ্যুতিক গাড়ির জগতে সাড়া ফেলবে।

মেয়র টম ম্রাকাস টুইটবার্তায় বলেন, ফ্রাঙ্ক স্ট্রোনাছের তৈরি এসএআরআইটি (সেফ অ্যাফরডেবল রিলাইএবল ইনোভেটিভ ট্রান্সপোর্ট) ট্রাফিক জ্যাম কমাতে ও পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করবে। পুরোপুরি মেড ইন কানাডা পরিবহণ রাস্তায় দেখার অপেক্ষা করছি।

ঢাকাটাইমস/১২এপ্রিল/একে

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা