‘দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সিংড়ার কৃষকদের অবদান অসামান্য’

প্রকাশ | ১২ এপ্রিল ২০২১, ১৭:০৬

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষি এবং কৃষকদের উন্নয়নের জন্য নতুন নতুন উদ্যোগ গ্রহণ করে কৃষির উৎপাদন বৃদ্ধি করছেন। কৃষকদের নিরাপত্তা নিশ্চিত ও করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলা করে কৃষির উৎপাদন যেন সহজ এবং সচল থাকতে পারে তার জন্য একের পর এক উদ্যোগ গ্রহণ করছেন।

তিনি বলেন, সোনার ফসল উৎপাদন করে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সিংড়া উপজেলার কৃষকদের অসামান্য অবদান রয়েছে।

সোমবার বিকালে সিংড়া উপজেলার ক্ষৃদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যে নয়টি কম্বাইন হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ কালে ভার্চুয়াল বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে ইউএনও এমএম সামিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/এলএ)