বিমানের কুয়ালালামপুর ও রিয়াদ ফ্লাইটের সময়সূচি পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১৭:১৮ | প্রকাশিত : ১২ এপ্রিল ২০২১, ১৭:১৬

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশ আগামী ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত সব ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেয়ায় কুয়ালালামপুর-ঢাকা ও ঢাকা-রিয়াদ ফ্লাইটের দুই দিনের সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনে বিমান বাংলাদেশ।

সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক, জনসংযোগ তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ থেকে সব যাত্রীবাহী বিমান চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করায় আগামীকাল মঙ্গলবার ১৩ এপ্রিল কুয়ালালামপুর-ঢাকা বিজি০৮৭ ফ্লাইট ও আগামী ১৪ এপ্রিল ২০২১ তারিখ রাতে ঢাকা-রিয়াদের বিজি-৪০৩৯ ফ্লাইট নির্ধারিত সময়ের আগে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে-

১৩ এপ্রিল ঢাকা-কুয়ালালামপুর বিজি ০৮৬ দুপুর দুইটার সময় ঢাকা থেকে ছাড়বে (ঢাকা স্থানীয় সময়)।

১৩ এপ্রিল কুয়ালালামপুর-ঢাকা বিজি ০৮৭ রাত নয়টার সময় কুয়ালালামপুর থেকে ছাড়বে (কুয়ালালামপুর স্থানীয় সময়)।

১৩ এপ্রিল ঢাকা-রিয়াদ বিজি ৪০৩৯ এ রাত সাড়ে ১১টার সময় ছেড়ে যাবে (ঢাকা স্থানীয় সময়)।

এসব ফ্লাইটের যাত্রীদের নতুন সময়সূচি অনুযায়ী অন্তত ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছে বিমান কর্তৃপক্ষ।

বিস্তারিত তথ্যের জন্য যেকোনো বিমান সেলস্ অফিস অথবা বিমান কল সেন্টার নাম্বার ০১৯৯০ ৯৯৭ ৯৯৭-এ যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

বিমান ওয়েবসাইট: www.biman-airlines.com

বিমান ফেসবুক: https:/ww/w.facebook.com/bimanbalaka/?modal=admin_todo_tour

(ঢাকাটাইমস/১২এপ্রিল/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :