মাস্ক না পরায় টঙ্গীতে আটজনের জরিমানা

নগর প্রতিবেদক, গাজীপুর
 | প্রকাশিত : ১২ এপ্রিল ২০২১, ১৯:১৭

মাস্ক না পরার অপরাধে গাজীপুরের টঙ্গীতে আটজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে টঙ্গী স্টেশন রোড এলাকায় গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের একটি দল এই অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ৮টি মামলা করা হয়। এসব মামলায় ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বেলা সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে। বিভিন্ন দোকানি ও পথচারীদের মুখে মাস্ক না থাকায় এ জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান। তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার মূল উদ্দেশ্য মানুষের মধ্যে মাস্ক পরা বিষয়ক সচেতনতা বাড়ানো।

মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতা বেড়েছে উল্লেখ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অভিযানে এসে বেশির ভাগ সময় মানুষকে মাস্ক পরা অবস্থায় দেখা যায়নি। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অনেকে মাস্ক পড়েছেন। জেলা প্রশাসনের নিয়মিত অভিযান চলছে।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :