সিএনজি অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

প্রকাশ | ১২ এপ্রিল ২০২১, ২০:৪৩

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস

গাইবান্ধার সাদুল্লাপুরে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে আশরাফুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

এর আগে, দুপুর ২টার দিকে উপজেলার সাদুল্লাপুর নলডাঙ্গা আঞ্চলিক সড়কের নিয়ামতনগর (লালবাজার) বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা কাচারী বাজার সংলগ্ন পশ্চিম খামার দশলিয়া গ্রামের নুর মোহাম্মদের একমাত্র ছেলে।

নলডাঙ্গা বাজারের একটি রড-সিমেন্টের দোকান কর্মচারী ছিলেন তিনি।

মৃত্যুর বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করেন নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন। তিনি জানান, সকালে আশরাফুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে ব্যক্তিগত কাজে সাদুল্লাপুর শহরে যায়। দুপুরে কাজ শেষে সিএনজি যোগে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় উপজেলার নিয়ামতনগর (লালবাজার) বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল সাথে সিএনজির সংঘর্ষ হয়।

এতে যাত্রী আশরাফুল ছিটকে রাস্তায় পড়ে মোটরসাইকেলের বডির সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়।

তিনি আরও জানান, প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত আশরাফুলকে রংপুর মেডিকেল কলেজে (রমেক) নেয়ার পথে বিকালে তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/এলএ)