ফরিদপুরের ১৩ গ্রামে রোজা শুরু

প্রকাশ | ১৩ এপ্রিল ২০২১, ০৮:৪৫

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আজ মঙ্গলবার থেকে পবিত্র রোজা পালন শুরু করেছেন ফরিদপুরের ১৩টি গ্রামের মানুষ।

জেলার বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের ১৩টি গ্রামের মানুষ সিয়াম সাধনা শুরু করেন।

সোমবার এশার নামাজের পর তারাবির আদায় করা হয়। ভোররাতে সেহরি খাওয়ার মধ্য দিয়ে পবিত্র রোজার আনুষ্ঠানিকতা শুরু হয়।

শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসরাফিল মোল্যা জানান, উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের ১৩ গ্রামের মানুষ ভোর রাতে সেহরি খাওয়ার মধ্য দিয়ে পবিত্র রোজার আনুষ্ঠানিকতা শুরু করেছে।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে এই গ্রামগুলোর মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা ও দুটি ঈদ পালন করে আসছেন।

বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন জানান, উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের কাটাগড়, সহস্রাইল, মাইটকোমড়া, গঙ্গানন্দপুরসহ ১৩ টি গ্রামের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও দুটি ঈদ পালন করে থাকেন। রাতে এশার নামাজের পর তারাবি আদায় করেছেন তারা। ভোররাতে সেহরি খাওয়ার মধ্য দিয়ে পবিত্র রোজার আনুষ্ঠানিকতা শুরু করেন এসব গ্রামের মানুষ।

ঢাকাটাইমস/১৩এপ্রিল/প্রতিনিধি/এমআর