যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ১

প্রকাশ | ১৩ এপ্রিল ২০২১, ০৯:৫৪ | আপডেট: ১৩ এপ্রিল ২০২১, ১০:১২

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের একটি হাইস্কুলে বন্দুকধারীর হামলায় একজন নিহত হয়েছেন। এই ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। দেশটির টেনেসি অঙ্গরাজ্যের নক্সভিলে স্থানীয় সময় সোমবার এই ঘটনা ঘটে।

নক্সভিল পুলিশ ডিপার্টমেন্ট এক টুইট বার্তায় জানিয়েছে, সোমবার অস্টিন-ইস্ট ম্যাগনেট হাইস্কুলে হঠাৎ হামলা চালায় এক বন্দুকধারী। তবে, কেন এ হামলা  চালানো হয়েছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

দেশটির গণমাধ্যম বলছে, এরইমধ্যে সন্দেহভাজন একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে নির্বাহী আদেশে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরের কয়েকদিনের মধ্যেই এ ঘটনা ঘটলো।

মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা কয়েকগুণ বেড়ে গিয়েছে। এই সমস্যাকে জাতীয় সমস্যা হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

ঢাকাটাইমস/১৩এপ্রিল/একে