দর বৃদ্ধির কারণ জানে না পূরবী জেনারেল ইনস্যুরেন্স

প্রকাশ | ১৩ এপ্রিল ২০২১, ১১:০০ | আপডেট: ১৩ এপ্রিল ২০২১, ১১:২১

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোন কারণ জানেনা কোম্পানিটি। দর বৃদ্ধির কোনো মূল্য সংবেদনশীল তথ্যও নেই কোম্পানিটির কাছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি তার উত্তরে এমনটিই জানায় ডিএসইকে।

জানা গেছে, সম্প্রতি পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গত ১১ এপ্রিল নোটিস পাঠায় কোম্পানিটি বরাবর। চিঠির জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৪ এপ্রিল পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ২৪ টাকা। ১২ এপ্রিল কোম্পানিটির শেয়ার দর ৩৪ টাকায়  উন্নীত হয়। কোম্পানিটির  অস্বাভাবিক ভাবে শেয়ার দর বৃদ্ধির কারণ জানতে চায় ডিএসই কতৃপক্ষ।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এসআই)