সূচকের উত্থানে চলছে লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১১:১৩ | প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২১, ১১:১১

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের নিম্নমূখি প্রবণতা দিয়ে শুরু হলেও লেনদেনের একঘন্টায় সূচকের উত্থানের মাধ্যমে চলছে লেনদেন। লেনদেন শুরুর প্রথম এক ঘন্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ১৯২ কোটি টাকা। এই সময়ে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ২১৮ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ছয় প‌য়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৮৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৮০ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ছাড়ায় ১৯২ কোটি ৬৫ লাখ ৬৪ হাজার টাকা।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩১৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৭৩টির। কমেছে ৭৮টির। অপরিবর্তিত রয়েছে ৬৬ টি কোম্পানির শেয়ারের দর।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। তৃতীয় কার্যদিবসে সিএসইতে লেনদেনে অংশ নেয়া ১২৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৬টির। কমছে ৪০টির। আর দর অপরিবর্তিত আছে ২৩টি কোম্পানির শেয়ারের দর।

আলোচ্য সময়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে পাঁচ কোটি ৪৮ লাখ ৭২ হাজার ১৫৭ টাকা।

(ঢাকাটাইমস/১৩এ‌প্রিল/এসআই)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :