সেনবাগে করোনায় গৃহবধূর মৃত্যু, আক্রান্ত ৫২

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২১, ১৭:৪৫

নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তাজ নাহার বেগম(৪৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৯৮ জন। এর মধ্যে চলতি সপ্তাহে মারা গেছেন চারজন।

এছাড়াও জেলায় নতুন করে আরও ৫২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তের হার শতকরা ১১ দশমিক ৭০ শতাংশ।

মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন ডা. নির্ণয় পাল জানান, কেশারপাড় ইউনিয়নের আটিয়াবাড়ী এলাকার বাসিন্দা তাজ নাহার জ্বর ও শ্বাসকষ্ট থাকায় গত ৪ এপ্রিল নমুন দিয়ে যান। ওইদিন আসা রিপোর্টে ওই গৃহবধূর শরীরের করোনা শনাক্ত হয়।

চিকিৎসকদের পরমার্শে তাজ নাহারকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামের কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :