নড়াইলে ব্যবসায়ীকে গুলির ঘটনায় আরো একজন গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২১, ২০:৩২

নড়াইল সদরের ধোপাখোলা এলাকায় ভাঙ্গারি ব্যবসায়ী মুজিবর রহমানকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে গ্রেপ্তার নাইমুল ইসলামকে(২৫) সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

গ্রেপ্তার নাইম যশোরের কোতয়ালী থানার রঘুরামপুর এলাকার রবিউল ইসলাম রবির ছেলে।

এর আগে গত সোমবার দুপুরে যশোরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিজে নাইমকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া হত্যার উদ্দেশ্যে ব্যবহৃত ছুরি ঘটনাস্থল নড়াইলের ধোপাখোলা এলাকা থেকে উদ্ধার করা হয়।

এদিকে গত ১০ এপ্রিল নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার সমির মোল্যার ছেলে তরিকুল ইসলাম(২২) ও শহরের ভওয়াখালীর নতুনপাড়ার ইলাহী মোল্যার ছেলে কাদের মোল্যাকে(২২) গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই আমির হোসেন জানান, ছয় আসামির মধ্যে তিনজনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিনজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় গত ৯ এপ্রিল ভুক্তভোগী মুজিবর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা করেন। পরের দিন যশোর হাসপাতালে গুলিবিদ্ধ ভাঙ্গারি ব্যবসায়ী মুজিবরের ডান পা কেটে ফেলতে হয়।

মামলার বিবরণ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল বিকাল সাড়ে ৪টার দিকে নড়াইল সদরের ধোপাখোলা এলাকায় দুটি মোটরসাইকেলযোগে এসে ছয়জন দুর্বৃত্ত ভাঙ্গারি ব্যবসায়ী মুজিবরের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে মুজিবরকে হত্যার উদ্দেশ্যে পিস্তল দিয়ে পায়ে গুলি করে ২৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় তারা।

এছাড়া তার পিঠে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরিবারের লোকজন মুজিবুরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসেন। মুজিবর ধোপাখোলা এলাকায় বাড়ির পাশেই ভাঙ্গারি ব্যবসা করেন।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :