‘১০০ গ্রামকে ডিজিটাল কৃষি গ্রাম করা হবে’

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২১, ২০:৪১

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধু বলেছিলেন- ‘বাংলাদেশে দুটি বড় সম্পদ সোনার মাটি আর সোনার মানুষ। কৃষকরা সোনার ফসল উৎপাদন করছে। যার জন্য দেশে খাদ্য ঘাটতি নেই।’ কৃষি ও কৃষকের কল্যাণে বর্তমান সরকার কাজ করছে। দুই ফসলি জমিকে তিন ফসলি জমি করার জন্য ও কোনো জমি যেন অনাবাদি না থাকে বর্তমান সরকার সে নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের নির্দেশে কৃষিতে আধুনিক আনতে ১০০টি গ্রামকে ডিজিটাল কৃষি গ্রাম হিসেবে কৃষি প্রযুক্তির মাধ্যমে উন্নয়ন করা হবে। একসময় সারের জন্য কৃষকদের জীবন দিতে হয়েছে। এখন কৃষকদের মুখে হাসি ফুটেছে। দেশে উৎপাদনমুখী কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে।

মঙ্গলবার সিংড়ার চলনবিল সভাকক্ষে কৃষি প্রণোদনার আওতায় তিন হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন কালে ভার্চুয়ালে এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও এমএম সামিরুল ইসলাম।

উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, কৃষি কর্মকর্তা সেলিম রেজা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :