বোয়ালমারীতে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২১, ২০:৪৮

ফরিদপুরের বোয়ালমারীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার এবং ভর্তুকিতে ব্যয়বহুল কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দের সভাপতিত্বে বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এছাড়া কৃষকদের মাঝে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের আওতায় কৃষি যন্ত্র বিতরণের কার্যক্রমও উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড়, কৃষি সম্প্রসারণ অফিসার শরিফুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মৃণাল কান্তি বিশ্বাস প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড় বলেন, এ বছর উপজেলার মোট ৫০০ জন কৃষকের মাঝে আউশ প্রণোদনা বিতরণ করা হয়েছে। কর্মসূচির আওতায় একজন কৃষক প্রতি ১ বিঘা জমির জন্য ৫ কেজি উফশী আউশ বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :