জয়পুরহাটে বেকার যুবকদের অটোরিকশা দিলো জেলা পরিষদ

প্রকাশ | ১৩ এপ্রিল ২০২১, ২১:৫২

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

জয়পুরহাটে বেকার যুবকদের মধ্যে বিনামূল্যে অটোরিকশা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে জয়পুরহাট জেলা পরিষদের উদ্যোগে এসব অটোরিকশাগুলো বিতরণ করা হয়।

জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত রফিক।

অনুষ্ঠানে বক্তব্য দেন- জয়পুরহাট জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জেলা পরিষদ সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা অতুল মন্ডল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নান মিঠু, সদস্য মিজানুর রহমান টিটু প্রমুখ।

অটোরিকশা পেয়ে খুশি হয়ে আনিছুর রহমান বলেন, অভাব-অনটনের সংসারে তেমন কোনো ভূমিকা রাখতে পারতাম না। এখন থেকে আমি সংসারে আয় রোজগারের ভূমিকা রাখতে পারব।

জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট বলেন, সরকার বেকার যুবকদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। যুবকদের স্বাবলম্বী করে তুলতে নানামুখী উদ্যোগ ইতোমধ্যে আশার আলো দেখিয়েছে। সরকারের পাশাপাশি আমরা সবাই মিলে উদ্যোগ নিলে এই অসহায় বেকার যুবকদের দুর্ভোগ অনেকটা কমানো সম্ভব।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এলএ)