পূবালী ব্যাংকে নতুন তিন উপ-ব্যবস্থাপনা পরিচালক

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২১, ২১:৫২

পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে জাহিদ আহসান, মোহাম্মদ ইছা এবং মোহাম্মদ শাহাদাত হোসেনকে নিয়োগ দেয়া হয়েছে।

জাহিদ আহসান

জাহিদ আহসান উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের আগে ব্যাংকের বোর্ড ডিভিশনের জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।

১৯৮৮ সালে প্রবেশনারী সিনিয়র অফিসার হিসেবে পূবালী ব্যাংকে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি ব্যাংকের বিভিন্ন শাখা ও কর্পোরেট শাখার গুরুত্বপূর্ণ পদে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। তিনি প্রিন্সিপাল শাখা ও মতিঝিল করপোরেট শাখার ক্রেডিট-ইন-চার্জের দায়িত্ব পালন করেন। সুদীর্ঘ পেশাগত জীবনে তিনি অনেক সেমিনারে এবং প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়েছেন।

মোহাম্মদ ইছা

মোহাম্মদ ইছা উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের আগে ব্যাংকের ক্রেডিট ডিভিশনের জেনারেল ম্যানেজার হিসেবে হেড অব আরএমজি, সিএমএসএমই ও কৃষি ঋণ ইউনিটে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি ইনস্টিটিউট অব বাংলাদেশ ব্যাংকার্স থেকে JAIBB এবং DAIBB কোর্স সম্পন্ন করেছেন।

১৯৯৭ সালে প্রবেশনারী সিনিয়র অফিসার হিসেবে পূবালী ব্যাংকে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি ব্যাংকের সাতটি শাখার ম্যানেজার হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন, যার মধ্যে চারটি করপোরেট শাখা।

তিনি বিআইবিএমসহ বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটে গেস্ট স্পিকার হিসেবে ক্লাস নিয়ে থাকেন। সুদীর্ঘ পেশাগত জীবনে তিনি দেশে-বিদেশে অনেক সেমিনারে এবং প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়েছেন।

মোহাম্মদ শাহাদাত হোসেন

মোহাম্মদ শাহাদাত হোসেন উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের আগে ব্যাংকের আন্তর্জাতিক ও ট্রেজারি বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে এমএসএস ডিগ্রি অর্জন করেন।

১৯৯৭ সালে প্রবেশনারী সিনিয়র অফিসার হিসেবে পূবালী ব্যাংকে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি ব্যাংকের বিভিন্ন শাখার ম্যানেজার হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট সেন্টার থেকে ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টে পিজিডি ডিগ্রি অর্জন করেন।

তিনি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স ও লন্ডন ইনস্টিটিউট অব ব্যাংকিং এন্ড ফিন্যান্স থেকে সার্টিফাইড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্র, জার্মানি, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। -বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

দুঃস্থ ও অসহায়দের মাঝে জনতা ব্যাংকের ইফতার সামগ্রী বিতরণ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :