মানুষকে পরাস্ত করা কি এতই সহজ: জয়া

প্রকাশ | ১৪ এপ্রিল ২০২১, ০৯:৫০ | আপডেট: ১৪ এপ্রিল ২০২১, ০৯:৫২

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনার চোখ রাঙানিকে সঙ্গে নিয়েই আজ থেকে শুরু হলো বাংলা নতুন আরেকটি বছর। তারই সঙ্গে দেশজুড়ে শুরু হয়েছে ৮ দিনের সর্বাত্মক লকডাউন। কাজেই, পয়লা বৈশাখ উদযাপনের জন্য বাইরে বের হওয়া এবং এক জায়গায় জড়ো হওয়ার কোনো সুযোগ নেই। অগত্যা নিজের ঘরে বসেই পয়লা বৈশাখের আনন্দে মেতে উঠলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। জানালেন বৈশাখী শুভেচ্ছাও।

জয়া আহসান তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘কোভিডের দুঃসময় আমরা পার হইনি। চারদিকে বিষণ্নতা আর মৃত্যু। কিন্তু দুঃসময়ই যে মানুষের শেষ কথা নয়, সে কথা জানাতেই তো বাংলা নববর্ষের আগমন। করোনার বিস্তারে গত বছরের নববর্ষে আমরা সংযত থেকেছি। প্রত্যাশা করেছি, পরের নববর্ষে দুর্যোগের গাঢ় মেঘ মাথার ওপর থেকে সরে যাবে। এবারে কোভিড আরও জোরেসোরে ফিরে এসেছে।’

‘কিন্তু কোভিডের কী সাধ্য পয়লা বৈশাখের প্রাণশক্তিকে চাপা দেয়! মানুষকে পরাস্ত করা কি এতই সহজ! কত যুদ্ধ, মন্বন্তর, মারি পেছনে ফেলেই না এত দূর এগিয়ে এসেছে মানুষ। মানুষ মানে এগিয়ে যাওয়া। ঘোর অন্ধকার আসে, তাকে পেছনে ফেলে এগিয়ে চলো, সবাই হাত ধরে- পয়লা বৈশাখ ঠিক এই কথাটিই সব সময় বলে এসেছে। আমরা সতর্ক আর নিরাপদ থাকব, নিজেদের সুস্থ রাখার জন্য সবকিছু করব, সবার জন্য দুহাত বাড়িয়ে রাখব, মনকে ভরে রাখব আলোয়। নববর্ষের কচি রোদ আমাদের সবার মুখের ওপরে।’

‘এই বছর প্রথমবারের মত বাংলাদেশে পয়লা বৈশাখ উপলক্ষে ফেসবুক একটি বিশেষ অগমেন্টেড রিয়ালিটি ইফেক্ট তৈরি করেছে। মনে হচ্ছে যেন সবার সাথেই মঙ্গল শোভাযাত্রায় বেরিয়েছি। শখ করে আলপনা দিয়েছি গালে। করোনা থেকে বাঁচতে মুখে আবার মাস্কও আছে! দুঃসময় পেরিয়ে আমাদের এই পথ চলাতেই আনন্দ। শুভ নববর্ষ।’

ঢাকাটাইমস/১৪এপ্রিল/এএইচ