দোকান খোলা নিয়ে দোকানিদের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২১, ১৪:২৬

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকারের দেয়া দেশব্যাপী সর্বাত্মক লকডাউনের মধ্যে দোকান খোলা নিয়ে দোকানিদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

বুধবার দুপুরে রাজধানীর শ্যামলী পার্ক মাঠের পাশে দুই দোকানির মধ্যে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা গেছে, দোকানদার মাসুদ দোকান খুলতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন। পরবর্তীতে তাকে দোকান বন্ধ করে দিতে হয়। এরইমধ্যে পুলিশের অনুপস্থিতিতে অন্য এক দোকানদার দোকান খোলার চেষ্টা করেন। তখন মাসুদ তাকে বাধা দেন। বাধার মুখে পড়ে দোকানদার মাসুদের সঙ্গে অন্য দোকানির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে আশেপাশে লোকজন তাদের নিবৃত্ত করেন। তবে এসময় ঘটনাস্থলে উপস্থিত অনেকের মধ্যে ছিল না পর্যাপ্ত স্বাস্থ্যসুরক্ষা ব্যবস্থা। মানা হচ্ছিল না সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম।

দেশে চলতি বছরের মার্চের শেষ থেকে হঠাৎ করেই করোনার সংক্রমণ ভয়াবহভাবে বাড়তে থাকায় ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। তবে, এতে মানুষের বের হওয়া আটকাতে না পেরে ১৪ থেকে ২১ এপ্রিল সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়।

সরকারের দেয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনা, চিকিৎসাসেবা, মৃতদেহ দাফন বা সৎকার ইত্যাদি অতি জরুরি প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে বের হওয়া যাবে। আর এর জন্য নিতে হবে পুলিশের মুভমেন্ট পাস।

এই লকডাউন নিশ্চিতে কঠোর তদারকি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর জায়গায় জায়গায় তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ। যারা ঘর থেকে বের হচ্ছেন তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। চিকিৎসা কিংবা অন্য জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন, মুভমেন্ট পাস না থাকলেও তাদের ছেড়ে দেয়া হচ্ছে। আর প্রয়োজন ও মুভমেন্ট পাস কোনোটাই না দেখাতে পারলে তাকে আটকে দিচ্ছে পুলিশ।

(ঢাকাটাইমস /১৪ এপ্রিল/আরকে/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

পুরান ঢাকায় বাবার সঙ্গে অভিমান করে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

প্রীতি উরাংয়ের মৃত্যু: বিচার চায় সচেতন নাগরিক সমাজ

তীব্র তাপপ্রবাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে: সালাম

ঢাকা মেডিকেলে এক কারাবন্দিকে মৃত ঘোষণা

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

মুগদা-মান্ডা সড়কে অভিযান: ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগ  

মোহাম্মদপুরে তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর বেশ কিছু এলাকায়

এই বিভাগের সব খবর

শিরোনাম :