করোনায় চলে গেলেন বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ১৫:১৭ | প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২১, ১৫:০৬

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা ২টার দিকে অধ্যাপক শামসুজ্জামান খান মারা গেছেন।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা ধরনের অসুস্থতায় ভুগছিলেন শামসুজ্জামান খান। সর্বশেষ গত ৮ এপ্রিল তার করোনা শনাক্ত হয়। প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত হয়েছিল তার স্ত্রীর শরীরেও।

করোনা উপসর্গ নিয়ে আগে থেকেই শামসুজ্জামানকে ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।

শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় গত ১১ এপ্রিল তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ না ফেরার দেশে চলে যান তিনি।

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মরহুমের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

অধ্যাপক শামসুজ্জামান খানের মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীও।

ঢাকাটাইমস/১৪এপ্রিল/বিইউ/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :