ইংল্যান্ডের স্কুলে সংগীতের পাঠ্যবইয়ে ‘মুন্নি বদনাম হুয়ি’

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২১, ১৫:৩৩

ইংল্যান্ডের ডিপার্টমেন্ট ফর এডুকেশনের নতুন সংগীত পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হল সালমান খান অভিনীত বলিউডের ব্লকবাস্টার ছবি ‘দাবাং’-এর জনপ্রিয় আইটেম সং ‘মুন্নি বদনাম হুয়ি’। ভারতীয় সংগীতের যে বিবিধ ধারা, সেটা যাতে ছাত্রছাত্রীরা বুঝতে পারে, সে কারণে এই গানটি পাঠ্যক্রমে ঢোকানো হয়েছে।

এছাড়া অন্তর্ভুক্ত করা হয়েছে কিশোরী আমোনকারের ‘সাহেলা রে’, আনুশকা শঙ্করের ইন্ডিয়ান সামার, এ আর রহমানের ‘জয় হো’ গানগুলো।

পিটিআই সূত্রে খবর, ১৫ জন বিশেষজ্ঞদের একটি প্যানেল এই সিলেবাস তৈরি করেছেন। ২০ শতকে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের অন্যতম প্রধান কণ্ঠশিল্পী কিশোরী আমোনকারের কথায়, ‘আমার মতে সংগীতের সঙ্গে আধ্যাত্মিকতার যোগ রয়েছে। সংগীত পরমাত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করে।’

‘মুন্নি বদনাম হুয়ি’ সম্পর্কে পাঠ্যক্রমে লেখা হয়েছে, ‘প্লটে প্রয়োজন ছাড়াই এই আইটেম নম্বরটি বলিউডের ছবিতে ফুটে উঠে। এখানে মালাইকা অরোরার সঙ্গে গল্পের কেন্দ্রীয় চরিত্র পুলিশ অফিসার চুলবুল পাণ্ডেকেও দেখা গেছে। যিনি এ ছবির প্রযোজকও। কেবলমাত্র এই গানের দৃশ্যায়নেই দেখা মিলেছে মালাইকার।’

ঢাকাটাইমস/১৪এপ্রিল/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :