ইসরাইলের জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ১৫:৪৬ | প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২১, ১৫:৪১

সংযুক্ত আরব আমিরাত উপকূলে ইসরাইলের মালিকানাধীন ফার্মের একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। বুধবার ইরানি গণমাধ্যম ও ইসরাইলের টেলিভিশনে এই তথ্য জানানো হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের পরমাণু স্থাপনায় হামলার একদিন পর এই ঘটনা ঘটল। এছাড়া ২০১৫ সালের পরমাণু চুক্তি পুনর্বহাল নিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান ও বৈশ্বিক শক্তির আলোচনা চলমান রয়েছে।

ইসরাইলের চ্যানেল ১২ অজ্ঞাত ইসরাইলি কর্মকর্তাদের বরাত দিয়ে হামলার জন্য চিরশত্রু ইরানকে দোষারোপ করেছে। খবরে বলা হয়েছে, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং জাহাজের কার্যক্রম চলমান রয়েছে।তবে ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজটি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে খবরে বলা হয়েছে।

দুটি সামুদ্রিক নিরাপত্তা সোর্সের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের নিকট এই হামলার ঘটনা ঘটেছে। হামলার ফলে একট বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত হয়নি।

ইসরাইলের প্রধানমনন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর দপ্তরের কর্মকর্তারা এবং ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে সম্মত হয়নি। ইসরাইলের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনা সম্পর্কে তারা অবহিত আছেন কিন্তু তারা শতভাগ নিশ্চিত নন। এছাড়া তাৎক্ষণিকভাবে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকেও কোনো মন্তব্য করা হয়নি। লেবানন ভিত্তিক আল মায়েদিন টেলিভিশন চ্যানেল ইসরাইলের জাহাজটিকে ‘হাইপেরিয়ান’ হিসেবে চিহ্নিত করেছে। জাহাজ ট্রাকিং ডাটা থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, ‘বাহামা পতাকা শোভিত জাহাজটি কুয়েত থেকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে যাচ্ছিল। এছাড়া লেবাননের ‘ইউনিউজের’ খবরে বলা হয়েছে, জাহাজটি ‘গাড়ি’ পরিবহন করছিল এবং কুয়েতের মিনা আল আহমাদী বন্দর থেকে ৪৮ ঘন্টা আগে রওনা দিয়েছিল।’

যুক্তরাজ্যের ম্যারিটাইম ট্রেড অপারেশন (ইউকেএমটিও) জানিয়েছে, এক উপদেষ্টা নোটিশের মাধ্যমে তারা ফুজাইরাহ বন্দরের ঘটনা সম্পর্কে অবহিত হয়েছেন এবং তাদের তদন্ত চলমান রয়েছে।

গত মাসে ভূমধ্যসাগরে ইরানের একটি জাহাজে হামলা চালানো হয় ওই হামলায় জাহাজটি অচল হয়ে যায়। ইরান ঘটনার জন্য ইসরাইলকে দায়ী করেছিল।

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/কেআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুবাই বিমানবন্দরে জলাবদ্ধতায় চরম বিশৃঙ্খলা, যাত্রীদের দুর্বিষহ অবস্থা

ইসরায়েলি হামলায় গাজা একটি ‘মানবিক নরকে’ পরিণত হয়েছে: গুতেরেস

ইরানের ওপর ফের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

যে কারণে ৩০ এপ্রিলের আগে ইরানে হামলা চালাবে না ইসরায়েল

ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ, ২৮ কর্মীকে বরখাস্ত করলো গুগল

আমিরাতে বৃষ্টিপাত অব্যাহত, দুবাই বিমানবন্দরে ব্যাপক বিশৃঙ্খলা

ভারতে প্রথম দফায় লোকসভা নির্বাচন শুরু শুক্রবার

ইরানের হাতে রাশিয়ার এসইউ-৩৫ যুদ্ধবিমান ও এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা!

নেসলের বেবিফুডে অতিরিক্ত চিনি  

ইসরায়েল আত্মরক্ষার জন্য সবকিছু করবে: নেতানিয়াহু 

এই বিভাগের সব খবর

শিরোনাম :