রোজায় সার্বক্ষণিক মাঠে থাকবে চট্টগ্রাম ওয়াসা

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২১, ১৬:১১

আগের চেয়ে উৎপাদন বেশি হওয়ায় এবার রমজানে পানি নিয়ে গ্রাহকরা সমস্যায় পড়বে না বলে জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা। তারপরও যেখানে সমস্যা দেখা দিবে সেখানে তাৎক্ষণিক সমাধানে কাজ করবে সেবা সংস্থাটি। সংস্থার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওয়াসার এমডি বলেন, এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রমজানে নগরীতে পানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে ওয়াসার ৪টি কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা থাকবে। এসব কন্ট্রোল রুমে গ্রাহকদের অভিযোগ গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে সমাধানে কাজ করবে। তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধান করতে না পারলে ওই এলাকায় বিনামূল্যে পানি সরবরাহ করা হবে। এসব সেবার মধ্যে মসজিদও রয়েছে।’

ওয়াসা সূত্র জানায়, পানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ গ্রাহকদের কাছ থেকে প্রাপ্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের লক্ষ্যে আগ্রাবাদ, মেহেদিবাগ, কালুরঘাট ও জুবিলি রোড এলাকায় ৪টি কন্ট্রোল রুম খুলেছে। কন্ট্রোল রুমগুলো হলো- মড-১ এর কার্যালয় (আগ্রাবাদ) ২৫২৫২৫২, ৭২৪৮৭৫, মড-২ এর কার্যালয় (মেহেদিবাগ) ৬১৬৫৯২, মড-৩ এর কার্যালয় (কালুরঘাট) ০২৪১৩৮৮০০৬ এবং মড-৪ এর কার্যালয় (জুবিলি রোড) ৬১৬৭৬৮।

ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলিম বলেন, ‘বর্তমানে নগরীতে পানির তেমন সংকট নেই। রাঙ্গুনিয়াস্থ শেখ হাসিনা পানি শোধনাগার প্রকল্প-২ থেকেও প্রতিদিন ৭ থেকে ৮ কোটি লিটার পানি পাওয়া যাচ্ছে। যদিও এটির উৎপাদন ক্ষমতা ১৪ কোটি লিটার। কিন্তু পুরনো পাইপলাইনে পানির বেশি প্রেসার দেয়া যাচ্ছে না। প্রেসার দিলে ফেটে যাচ্ছে পাইপ। এই কারণে এই প্রকল্পের ১৪ কোটি লিটার পানি একসাথে নগরীতে সরবরাহ করা যাচ্ছে না। বর্তমানে এসব পুরাতন পাইপের সমস্যা সমাধানের কাজ চলছে।’

ঢাকাটাইমস/১৪ এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :