করোনায় প্রাণ গেল আরেক আইনজীবীর

প্রকাশ | ১৪ এপ্রিল ২০২১, ১৮:২০ | আপডেট: ১৪ এপ্রিল ২০২১, ১৮:৪৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মোকাদ্দাস আলী মারা গেছেন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে রাজধানীর আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

বিষয়টি দৈনিক ঢাকা টাইমসকে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন মানিক।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন। মরহুমের গ্রামের বাড়ি বাগেরহাটের হাকিমপুর উপজেলায়। তিনি ৪ মার্চ ১৯৭৮ সালে হাইকোর্টে আইন পেশার অনুমতি পান। একই বছরের ২১ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। তাকে মিরপুর রায়ের বাজার কবরস্থানে দাফন করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/এআইএম/জেবি)দ্রব্য