ব্রহ্মপুত্রে গোসলে নেমে প্রাণ গেল তিন শিশুর

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ১৯:৩৬ | প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২১, ১৯:৩৪

ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যানের পাশে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে তিন শিশু মারা গেছে। বুধবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নগরীর সানকিপাড়া এলাকায় শোকাবহ পরিবেশ রিরাজ করছে।

মৃতরা হলো- নগরীর সানকিপাড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে সায়েম (৭), হাবিবুর রহমান রতনের ছেলে মাদ্রাসাছাত্র আহাদ (৭) ও শহীদুল ইসলামের ছেলে জিহাদ (৮)।

নিহতের স্বজনরা জানান, পাঁচ বন্ধু মিলে দুপুরে নগরীর শিল্পাচার্য জয়নুল উদ্যানের পাশে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এক পর্যায়ে সায়েম, আহাদ ও জিহাদ পানিতে তলিয়ে যায়। অন্যদের কাছ থেকে খবর পেয়ে স্থানীয়রা গিয়ে জিহাদ ও সায়েমকে উদ্ধার করে। পরে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরিরা আহাদকে উদ্ধার করে। ওই তিন শিশুকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডা. কাফিয়া ফেরদৌসী জানান, শিশুদের মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, ওই তিন শিশুর মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :