মাস্ক পরার কথা মনে করিয়ে দেবে যন্ত্র

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২১, ১২:১৬
প্রতীকী ছবি

বাইরে বের হওয়ার সময় অনেকেই মাস্ক পরতে ভুলে যান। চিন্তা নেই। আপনি ভুলোমনের হলেও ক্ষতি নেই, যন্ত্র আছে যা আপনাকে এই বিড়ম্বনা থেকে রক্ষা করবে। সে বলবে, এই ঠিক ভাবে মাস্ক পরো, ভিড় এড়িয়ে চলো।

এক ধরনের ক্লাউড বেসড আর্টিফিসিয়াল ইন্টেলেজেন্সি প্রযুক্তি ব্যবহার করে এমন একটি ডিভাইস উদ্ভাবন করেছে ভারতের একদল বিজ্ঞানী।

এই প্রযুক্তি আপনি ব্যবহার করতে চাইলে আপনাকে সংশ্লিষ্ট সংস্থা থেকে এর 'রেজিস্ট্রেশন' করিয়ে নিতে হবে। এরপর একটি ইউআরএল লিংক ব্যবহার করতে হবে। সেটা ইনস্টল করে নিতে হবে আপনার মোবাইল, ডেস্কটপ বা ল্যাপটপে।

ধরুন, কোনও অফিসের রিসেপশনে একটি ল্যাপটপ রাখা হল। এবার এতে ওই প্রযুক্তির লিঙ্ক যোগ করে দেওয়া হল। এখন ওই রিসেপশনে যখনই বাইরে থেকে কেউ ঠিকঠাক মাস্ক না পরে এসে দাঁড়াবেন, সঙ্গে সঙ্গে তাঁর ছবি উঠবে এবং যিনি এর রেজিস্ট্রেশন করিয়েছেন তার কাছে অ্যালার্ট নোটিফিকেশন চলে যাবে। ব্যস! সংশ্লিষ্ট ব্যক্তিকে চিনে নিয়ে তাকে সতর্ক করে দিলেই হল।

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা