মহামারি ঠেকাতে আন্তরিক হোন ও উদ্যোগ নিন

আকরামুল হক
| আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১২:৫৪ | প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২১, ১২:৩১

অক্সিজেনের অভাবে যখন রোগী ছটফট করে মরছে, তখন জীবনরক্ষাকারী যন্ত্রাংশ বিমানবন্দরের গুদামে এক বছর ধরে পরে থেকে নষ্ট হয়েছে!

দুর্নীতি ও অদক্ষতায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর দেশের সবকটি সংস্থাকেই ছাড়িয়ে গেছে। একটি মহামারি ঠেকানোর মতো আন্তরিকতা ও উদ্যোগ কারও আছে বলে মনে হচ্ছে না।

বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস’ শীর্ষক প্রকল্পের জন্য বরাদ্দ আছে ৬ হাজার ৭৮৫ কোটি টাকা।

গত বছর প্রকল্পের কাজ শুরু হওয়ার পর জুলাই মাসে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জরুরি ভিত্তিতে চিকিৎসাসামগ্রী সংগ্রহ করেছিল ইউনিসেফ। নাম প্রকাশে অনিচ্ছুক একটি প্রভাবশালী দাতা সংস্থার কর্মকর্তা গতকাল বলেন, ইউনিসেফ ১০২ কোটি টাকার (১২ মিলিয়ন ডলারের) চিকিৎসাসামগ্রী কিনে এনেছিল। এগুলোর মধ্যে ১ হাজার ২০০টি অক্সিজেন কনসেন্ট্রেটার আছে।

এই যন্ত্র বাতাস থেকে অক্সিজেন পৃথক করে তা ব্যবহার উপযোগী করে তোলে। আছে বিপুল পরিমাণ পালস অক্সিমিটার, হাই ফ্লো নাজাল ক্যানুলা, মাস্ক, পিপিইসহ আরও নানা সামগ্রী। গত ১০ মাস এসব সামগ্রী বিমানবন্দরে পড়ে আছে। অনেক সামগ্রী নষ্ট হয়েছে।

লেখক: গণমাধ্যমকর্মী

ঢাকাটাইমস/১৫এপ্রিল/এসকেএস

সংবাদটি শেয়ার করুন

ফেসবুক কর্নার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :