দর বৃদ্ধির শীর্ষে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য

প্রকাশ | ১৫ এপ্রিল ২০২১, ১৩:৪০

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা কোম্পানি ও ইউনিটের মধ্যে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য। এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা দশটি কোম্পানির শেয়ার ও ইউনেটর মধ্যে আটটিই মিউচ্যুয়াল ফান্ড খাতের।  দিন শেষে সবার শীর্ষে উঠে এসেছে এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড। এ দিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ বা ০.৯০ টাকা। দিন শেষে কোম্পানিটির নয় লাখ নয় লাখ ৮৯ হাজার ৬৩১টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ৯৭লাখ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯.৯০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড-১ দর বেড়েছে ৯.৮৮ শতাংশ বা ০.৮০ টাকা। দিন শেষে কোম্পানিটির ১৫ লাখ ৪০ হাজার ৮১৮টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য এক কোটি ৫৪ লাখ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮.৯০ টাকা।

দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে আছে এসইএল লেকচার ইক্যুইটি ম্যানেজম্যান্ট ফান্ড। এ দিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৮৬ শতাংশ বা ০.৭০ টাকা। কোম্পানিটি ১২ লাখ ৭৬ হাজার ৭৩৮টি শেয়ার লেনদেন করেছে, যার বাজারমূল্য ৯৮ লাখ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭ টাকা ৮০ পয়সা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড ৯.৮৪ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড  ৯.৮০ শতাংশ, আইএফআসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৯.৮০ শতাংশ, বিডি ফাইন্যান্স লিমিটেড ৯.৭৪ শতাংশ, প্রাইম ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৯.৭৪ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৯.৬১ শতাংশ এবং মিডাস ফাইন্যান্স লিমিটেড ৯.৬১ শতাংশ।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এসআই)