আন্তঃব্যাংক লেনদেন বন্ধে বিপাকে গ্রাহকরা

অনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১৪:১৭ | প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২১, ১৪:০৩

লকডাউনের কারণে বাংলাদেশ ব্যাংক সব ব্যাংক বন্ধের সিদ্ধান্ত নেয়। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক তাদের আইটি সিস্টেম বন্ধ রাখে। আন্তঃব্যাংক লেনদেন বন্ধ হওয়ায় বিপাকে পড়েছে ব্যাংকের গ্রাহক ও ব্রোকারেজ হাউজের সংশ্লিষ্টরা।

জানা গেছে, যারা গত মঙ্গলবার চেক জমা দিয়েছিল বা ব্রোকারেজ হাউজ থেকে যাদের ব্যাংক হিসাবে টাকা পাঠানো হয়েছিল তাদের হিসাবে টাকা যোগ হয়নি। বৃহস্পতিবার তারা টাকা তুলতে গেলে বিপাকে পড়েন। টাকা হিসাবে জমা না হওয়ায় সকাল থেকে তারা বিভিন্ন ব্রোকারেজ হাউজ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ফোন দেয়। সমাধান হবে এই আশায় ব্যাংকে বসে থাকলেও টাকা তুলতে পারেননি।

আলিমুজ্জামান নামে একজন জানান, ব্রোকারেজ হাউজ থেকে গত মঙ্গলবার আমার ব্যাংক হিসাবে টাকা জমা দিয়েছে। আজ তুলতে গিয়ে দেখি টাকা জমা পড়েনি। পরে ব্রোকারেজ প্রতিষ্ঠানকে ফোন দিলে জানতে পারি বাংলাদেশ ব্যাংকের সার্ভারে সমস্যা হয়েছে।

শফিকুল ইসলাম বলেন, গত সোমবার ব্যাংকে একটি চেক জমা দিয়েছিলাম। আজ টাকা উঠাতে এসে তুলতে পারিনি।

কয়েকটি ব্যাংক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের আন্তঃব্যাংক লেনদেন সিস্টেম বন্ধ। তাই তাদের হিসাবে টাকা জমা হয়নি।

এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র ঢাকাটাইমকে জানান, আমরা সকল তফসিলি ব্যাংক বন্ধের সিদ্ধান্ত নেয়ায় আইটি সিস্টেমে হলিডে কমান্ড দেয়া হয়েছে। এতে সব সিস্টেম বন্ধ ছিল। আজ থেকে ব্যাংক খোলা। তবে, অনেক সিস্টেম থাকায় সেগুলো চালু করতে একটু সময় নিচ্ছে। সকাল থেকে কাজ চলছে, আজই সমাধান হয়ে যাবে।

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/আরএ/কেআর)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

নিজ নেতৃত্বগুণে বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন বিশ্ববরেণ্য নেতা: ড. মশিউর রহমান

ওয়ালটন ফ্রিজ কিনে ৩২তম মিলিয়নিয়ার হলেন কুমিল্লার ভ্যানচালক হুমায়ুন 

এবার মিরপুরে ৫৯৫ টাকায় গরুর মাংস

আয়ারল্যান্ডকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেবে বাংলাদেশ: সালমান এফ রহমান

বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের মধ্যে ক্রেডিট গ্যারান্টি বিষয়ে চুক্তি

এনসিসি ব্যাংক পিএলসি. এবং একপে এর মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক চুক্তি 

নগদ লেনদেনে এবার জমি জেতার সুযোগ

মার্কেন্টাইল ব্যাংকে আর্থিক সাক্ষরতা দিবস উদযাপন

বিপণন কর্মকর্তাদের নিয়ে হামদর্দের জুম মিটিং অনুষ্ঠিত

জাতীয় শিশু দিবসে কমিউনিটি ব্যাংকের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

এই বিভাগের সব খবর

শিরোনাম :