‘আরবিআইএমসিও বিজিএফআই ফান্ড ’ এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন

প্রকাশ | ১৫ এপ্রিল ২০২১, ১৪:৩৪

অনলাইন ডেস্ক

‘আরবিআইএমসিও বিজিএফআই ফান্ড ’এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউুরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির ৭৭০তম নিয়মিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ১০.০০ কোটি টাকা। যার মধ্যে উদ্যোক্তা হিসাবে রয়েল বেঙ্গল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড ১.০০ কোটি টাকা প্রদান করবে এবং বাকী ৯.০০ কোটি টাকা সাধারন বিনিয়োগকারীগণের জন্য উন্মুক্ত থাকবে।

ফান্ডটির প্রতি ইউনিটের মূল্য ১০.০০ টাকা। উক্ত মাণ্ডে সম্পদ ব্যবস্থাপক হিসাবে রয়েছে বেঙ্গল ইনভেস্টমেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটে ও ট্রাষ্টি হিসাবে বাংলাদেশ জেনারেল ইস্যুরেন্স কোম্পানি লি: এবং কাস্টডিয়ান হিসাবে কাজ করছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/এসআই)