সোশ্যালে ‘আনসোশ্যাল’ কাজ

তথ্যপ্রযু্ক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২১, ১৪:৪১

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যবহারকারী তার পরিচয় গোপন করতে পারে। ফলে ‘ফেক’ অ্যাকাউন্ট তৈরি করে অন্যের সঙ্গে প্রতারণা করার সুযোগ রয়েছে। ফলে অনেকেই প্রতারণার স্বীকার হচ্ছেন। ফেক প্রোফাইলকে সত্যি ভেবে অগাধ বিশ্বাস করে ফেলছেন। এতে করে যৌন হেনস্তার শিকার, অনলাইন প্রতারণা সহ বিভিন্ন পদ্ধতিতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়রানির মুখোমুখি হচ্ছেন।

এই ঘটনা শুধু যে ইন্টারনেট ইউজারের জন্য খারাপ এমনটা নয়, যে প্ল্যাটফর্মে এটি ঘটছে তার বিশ্বাসযোগ্যতা নিয়েও টানাপোড়েন শুরু হয়। মূলত, ফেসবুকে ফেক প্রোফাইলের হার সবচেয়ে বেশি। আর সেখানেই মিনিটে মিনিটে ঠকছেন মানুষ। প্রসঙ্গত, ভুয়া প্রোফাইলগুলো প্রায়শই বেনামে সাইবার অপরাধের জন্য ব্যবহৃত হয়।

সোশ্যাল মিডিয়ায় যেহেতু ব্যক্তিগত তথ্য দেওয়া থাকে, তাই সাইবার জালিয়াতদের আরও বেশি সুবিধা হয় ফেক প্রোফাইল তৈরি করতে।

তাই ফেসবুক কিংবা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সহজে কাউকে বিশ্বাস করবেন না।

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা