বাউফলে শিক্ষকের বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালঙ্কার লুট

বাউফল (পটুয়খালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২১, ১৭:০০

পটুয়াখালীর বাউফল উপজেলায় শহিদুল ইসলাম নামে এক শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় দেশীয় অস্ত্র দেখিয়ে নগদ ৩০ হাজার টাকা ও পাঁচ ভরি স্বর্ণালঙ্কারসহ চার লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাত দলের সদস্যরা।

গত বুধবার রাত একটার দিকে উপজেলার ধুলিয়া ইউনিয়নের মেহেন্দিপুর গ্রামের ওই শিক্ষকের বাড়ি ঘটনাটি ঘটে।

কালিশুরী ইউনিয়নের ছিটকা মহসিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম জানান, বুধবার কোনো এক সময় সুযোগ বুজে ঘরে ঢুকে লুকিয়ে ছিল ডাকাত দলের একজন সদস্য। এরপর রাত গভীর হলে ওই ডাকাত ঘরের দরজা খুলে দিলে আরও ৪/৫ জনের একটি ডাকাত দল বাসার ভেতরে ঢুকে। এরপর শিক্ষক শহিদুলের হাত-পা রশি দিয়ে বেঁধে তার স্ত্রী-সন্তানদের দেশীয় অস্ত্র দেখিয়ে নগদ ৩০ হাজার টাকা ও পাঁচ ভরি স্বর্নালঙ্কারসহ চার লাখ টাকার মালামাল নিয়ে যায়।

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আল মামুন বলেন, ‘বিষয়টি আমাকে কেউ জানায়নি । তবে, খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :