পুকুরের মাটি খনন করতে গিয়ে মূর্তি উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২১, ১৭:০৮

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পুকুরের মাটি খনন করতে গিয়ে একটি মূর্তি পাওয়া গেছে। কয়েকদিন আগে এটি উদ্ধার হলেও জানাজানি হয়েছে বৃহস্পতিবার।

হরিপুর উপজেলার ২ নম্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জামুন কুমারপাড়া গ্রামের পূর্ব পাশে আগুন গোয়া পুকুরের মাটি খনন করে। এখান থেকে পাশের ইটভাটায় মাটি নেয়া হয়৷ একপর্ায়ে ট্রলির মাটিতে দেখা যায় মূর্তিটি। পরে সেখানকার লোকজন থানা-পুলিশকে খবর দেয়৷

পুকুর মালিক জগেন বলেন, মাটি খননের সময় মূর্তিটি পাওয়া গেছে৷ সেটি থানা পুলিশের কাছে জমা দেয়া হবে৷

স্থানীয় ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদার বলেন, মাটি খননের সময় ওই মূর্তি পাওয়া গেলে পুলিশকে আমি জানাই। তারা মূর্তি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসী জানায়, গত বুধবার পুকুরে ইটভাটার মাটি খননের সময় মূর্তিটি আগুন খোয়া পুকুর থেকে হবিবর রহমানের ইটভাটার মাটির সঙ্গে চলে আসে। বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়৷

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আওরঙ্গজেবের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা খবর পেয়ে কথিত কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছি। মূলত পরীক্ষা করলে বুঝা যাবে এটি কিসের মূর্তি।

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :