মিথুন সঙ্গীত

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
| আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১৯:৩২ | প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২১, ১৯:২৪

গাঁয়ের মেঠো পথে গোধূলি লগনে

তুমি আমি চলেছি পাশাপাশি দুজনে।

আমাদের যতো কথা যতো সুর সঙ্গীত

যমুনার বুকে বাজে কুলু কুলু গুজনে।

এই ধারে সবুজের প্রাণখোলা প্রান্তর

এই ধারে শালুকের শাপলা সরোবর।

ঘরমুখো গবাদিরা অদূরেতে ছুটছে

তারই মাঝে আমাদের পথচলা বিজনে-

তুমি আমি চলেছি পাশাপাশি দুজনে।

ঘাসফুলে আমাদের মালা হয় বিনিময়,

সাতরঙা রঙধনু আভা মাখা পরিণয়।

তুমি বলো, ভালোবাসো চিরদিন আমাকেই

আমি বলি,ভালোবাসি শুধু প্রিয় তোমাকেই,

আমাদের দুজনার এই প্রিয় আলাপন

মিশে যায় নীড়মুখো পাখিদের কূজনে -

তুমি আমি চলেছি পাশাপাশি দুজনে।

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :