টিপস

ফেসবুকে 'পিপল ইউ মে নো’ সাজেশন বন্ধ করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২১, ১০:২৭

ফেসবুকের 'পিপল ইউ মে নো’ সাজেশনের মাধ্যমে সেই মানুষগুলোকে দেখায় যাদের সম্ভবত আপনি চেনেন। কিন্তু সেখানে এমন সব মানুষের প্রোফাইল দেখা যায় যাদের আপনি চিনলেও ফেসবুকে অ্যাড করতে চান না।

কোম্পানির নিজস্ব অ্যালগোরিদমের মাধ্যমে এই তালিকা তৈরি করে ফেসবুক। আপনার প্রোফাইলের বিভিন্ন তথ্য সঙ্গে যাচাই করে এমন সব মানুষের প্রোফাইল আপনার সামনে নিয়ে আসে যাদের আপনি চিনলেও চিনতে পারেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই তালিকায় অচেনা মানুষদের প্রোফাইল ভেসে ওঠে।

যদিও এই সাজেশন বন্ধ করার উপায় রয়েছে। ফেসবুকে 'পিপল ইউ মে নো’ সাজেশন বন্ধ করবেন কীভাবে? ধাপে ধাপে দেখে নিন।

স্টেপ ১। কম্পিউটার ব্রাউজার থেকে ফেসবুক ওপেন করে সেটিংস মেনু ওপেন করে প্রাইভেসি সিলেক্ট করুন। স্ক্রিনের ডান দিকে উপরে সেটিংস মেনু পাবেন।

স্টেপ ২। এই মেনুতে সেটিংস সিলেক্ট করলে একটি নতুন মেনু খুলে যাবে।

স্টেপ ৩। বাঁ দিকে মেনু বারে নোটিফিকেশন দেখতে পাবেন।

স্টেপ ৪। এখানে 'পিপল ইউ মে নো’ খুঁজে বার করুন।

স্টেপ ৫। এখানে টগলটি অফ করে দিন। একই সঙ্গে এসএমএস, ইমেল ও পুষ নোটিফিকেশনে অ্যালার্ট বন্ধ করুন।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা