করোনায় পুলিশ পরিদর্শক রাজীবের মৃত্যু

প্রকাশ | ১৬ এপ্রিল ২০২১, ১৭:২২ | আপডেট: ১৬ এপ্রিল ২০২১, ১৭:৩৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে পুলিশের পরিদর্শক পদমর্যাদার এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম রাজিব হোসেন। তিনি ফরিদপুর জেলা পুলিশে কর্মরত ছিলেন।
শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডিএমপির একাধিক সূত্র ঢাকাটাইমসকে মৃত্যু তথ্য নিশ্চিত করেছেন।
করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত পুলিশের ৯১ সদস্য প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৮৫ জন পুলিশের এবং ছয়জন র‌্যাব কর্মরত ছিলেন। এছাড়া একক বাহিনী হিসেবে প্রায় সাড়ে ২০ হাজার সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।


জানা গেছে, রাজিব হোসেন করোনা আক্রান্তের পর বেশ কিছুদিন ধরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতরাত থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আজ সকাল সাড়ে ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশের এই কর্মকর্তা ফরিদপুর জেলা পুলিশে কর্মরত ছিলেন। মেধাবি, সৎ, সাহসী, কর্মঠ এবং জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে তার ব্যাপক সুনাম ছিল। মৃত্যুকালে পরিদর্শক রাজীব বাবা-মা, ভাই-বোন, স্ত্রী এবং তিনটি কন্যা সন্তান রেখে গেছেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুরে।


(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এসএস/এইচএফ)