ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর

প্রকাশ | ১৬ এপ্রিল ২০২১, ১৯:১০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে ছাদের উপর বন্ধুদের সঙ্গে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাইনুদ্দিন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  শুক্রবার  শহরের ফুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মাইনুদ্দিন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ফুলবাড়িয়া এলাকার ৩নং ওয়ার্ডের আলামীন মিয়ার ছেলে। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে ছাদের উপর ঘুড়ি উড়ানোর সময় মাইনুদ্দিনের ঘুড়িটি গাছের সঙ্গে আটকে যায়। পরে গাছ থেকে ঘুড়ি পারতে গেলে বিদ্যুতের লাইনের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় মাইনুদ্দিন।

পরিবারের লোকেরা আহত মাইনুদ্দিনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাজমুল হক তাকে মৃত ঘোষণা করেন। 

চিকিৎসক নাজমুল হক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মাইনুদ্দিন মারা যায়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাইনুদ্দিনের হা-পা পুড়ে গিয়েছিল। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় ছেলেটির কার্ডিয়াক অ্যাটাক হয়। ফলে শিশুটির মৃত্যু হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিবার থেকে এখনো কোন অভিযোগ পাইনি।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এলএ)