টিপস

স্মার্টফোন হারিয়ে গেলে করণীয়

প্রকাশ | ১৭ এপ্রিল ২০২১, ০৯:৫৯

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

ধরুন আপনার ফোন হারিয়ে গিয়েছে, কিন্তু কেউ সেই ফোন খুঁজে পায়নি। নির্দিষ্ট অপশন অন করে রাখলে সেই ফোন খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য ফোনের 'ফাইন্ড মাই ডিভাইস’ এনেবেল রাখতে হবে এবং ফোনের লোকেশন ডেটা এনেবেল রাখতে হবে। এছাড়াও ফোনের মোবাইল ডেটা অন থাকতে হবে। অথবা কোন ওয়াই ফাই-এর সঙ্গে কানেকটেড থাকলেও হবে। এছাড়াও ফোনের ডেটা ইরেজ করতে প্রয়োজন একটি কোড। টু ফ্যাক্টর অথেনটিকেশন এনেবেল থাকলেও চলবে।

স্টেপ ১। অ্যানড্রয়েড ফোনে গুগল অ্যাকাউন্টে লগ ইন করুন। একাধিক গুগল অ্যাকাউন্ট থাকলে প্রাইমারি অ্যাকাউন্ট সিলেক্ট করুন।

স্টেপ ২। ttps://www.google.com/android/find?u=0 ওয়েবসাইট ওপেন করুন। অথবা গুগলে ফাইন্ড মাই ডিভাইস সিলেক্ট করে লগ ইন করুন।

স্টেপ ৩। এই ওয়েবসাইট ওপেন হলেই আপনার হারিয়ে যাওয়া ফোনে নোটিফিকেশন যাবে।

স্টেপ ৪। নোটিফিকেশন আবার পাঠাতে ডান দিকে লস্ট ফোন আইকনে ক্লিক করুন।

স্টেপ ৫। ফোনে নোটিফিকেশন গেলেই আপনি ফোনের লোকেশন জানতে পারবেন। ম্যাপে দেখে নিতে পারবেন কোথায় রয়েছে আপনার ফোন।

স্টেপ ৬। এখানে তিনটি অপশন পাবেন। প্রথম অপশনে প্লে সাউন্ড, দ্বিতীয় অপশনে সিকিওর ডিভাইস ও তৃতীয় অপশনে ইরেজ ডিভাইস দেখতে পাবেন। প্রথম অপশন সিলেক্ট করলে ৫ মিনিট একটানা আপনার ফোন রিং হবে। সিলেক্ট অথবা ভাইব্রেট মোডে থাকলেও এক্ষেত্রে ফোন রিং হবে।

স্টেপ ৭। সিকিওর ডিভাইস সিলেক্ট করলে আপনি ফোনে একটি পাসওয়ার্ডের মাধ্যমে ফোন লক করতে পারবেন। এর ফলে অন্য কারও হাতে এই ফোন পরলেও আপনার ডেটা সুরক্ষিত থাকবে।

স্টেপ ৮। ইরেজ ডেটা সিলেক্ট করলে আপনার ফোনের সব ডেটা ডিলিট হয়ে যাবে। পরে ফোন খুঁজে পেলেও সেই ডেটা ফিরে পাবেন না।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এজেড)