নোয়াখালীতে বিধিনিষেধ অমান্য করায় ৫৯টি মামলা

প্রকাশ | ১৭ এপ্রিল ২০২১, ১৮:৪৭

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

মানুষকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে মাঠে কাজ করছে নোয়াখালী জেলা প্রশাসন। বিভিন্ন স্থানে চেকপোস্টের পাশাপাশি পুলিশের টহল রয়েছে।

জেলায় কঠোর লকডাউনের চতুর্থদিনে সরকারি নির্দেশ অমান্য করায় ৫৯টি মামলায় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪২ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। গত শুক্রবার রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের ১১টি দল। এসময় নির্বাহী হাকিমরা এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন।

সেইসঙ্গে জনসাধারণকে লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেছেন তারা।

শনিবার সকালে জেলা শহর মাইজদী ও চৌমুহনী ঘুরে দেখা গেছে, প্রধান সড়কগুলোতে পণ্যবাহী গাড়ি চলাচল করছে, এর বাইরে কিছু সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করছে। ওষুধ দোকান ছাড়া বেশিরভাগ দোকান-পাট বন্ধ রয়েছে। সড়কে ভ্রাম্যমাণ কিছু ব্যবসায়ী থাকায় সেখানে মানুষের উপস্থিতি রয়েছে। তবে, গত তিন দিনের তুলনায় জেলার বাজার ও সড়কগুলোতে সিএনজি, অটোরিকশাসহ ছোট-খাট যানবাহন এবং মানুষের উপস্থিতি কিছুটা বেড়েছে।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/পিএল)