নোয়াখালীতে বিধিনিষেধ অমান্য করায় ৫৯টি মামলা

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২১, ১৮:৪৭

মানুষকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে মাঠে কাজ করছে নোয়াখালী জেলা প্রশাসন। বিভিন্ন স্থানে চেকপোস্টের পাশাপাশি পুলিশের টহল রয়েছে।

জেলায় কঠোর লকডাউনের চতুর্থদিনে সরকারি নির্দেশ অমান্য করায় ৫৯টি মামলায় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪২ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। গত শুক্রবার রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের ১১টি দল। এসময় নির্বাহী হাকিমরা এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন।

সেইসঙ্গে জনসাধারণকে লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেছেন তারা।

শনিবার সকালে জেলা শহর মাইজদী ও চৌমুহনী ঘুরে দেখা গেছে, প্রধান সড়কগুলোতে পণ্যবাহী গাড়ি চলাচল করছে, এর বাইরে কিছু সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করছে। ওষুধ দোকান ছাড়া বেশিরভাগ দোকান-পাট বন্ধ রয়েছে। সড়কে ভ্রাম্যমাণ কিছু ব্যবসায়ী থাকায় সেখানে মানুষের উপস্থিতি রয়েছে। তবে, গত তিন দিনের তুলনায় জেলার বাজার ও সড়কগুলোতে সিএনজি, অটোরিকশাসহ ছোট-খাট যানবাহন এবং মানুষের উপস্থিতি কিছুটা বেড়েছে।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :