মানিকগঞ্জে করোনায় একজনের মৃত্যু

প্রকাশ | ১৭ এপ্রিল ২০২১, ২০:০৪

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

মানিকগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাহানারা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে জেলা সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে তিনি মৃত্যুবরণ করেন। তিনি পৌরসভার সেওতা এলাকার সোনা মিয়ার স্ত্রী।
জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ জানান, ৫ দিন আগে জাহানারা বেগমকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়। নমুনা সংগ্রহ করা হলে তার করোনা পজিটিভ হয়। ভোরে তিনি মৃত্যুবরণ করেন। তিনি এর আগে কিডনি জনিত রোগে আক্রান্ত ছিলেন।
সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, মানিকগঞ্জে গত ২৪ ঘন্টায় ১৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ২ হাজার ২২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে হাসাপাতালে ভর্তি আছেন ৩৬ জন। বাকিরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এদের মধ্যে ১ হাজার ৮৯১ জন সুস্থ হয়েছেন। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩৯ জন।
তিনি আরো বলেন, মানিকগঞ্জে গত একদিনে রেকর্ড সংখ্যাক করোনায় আক্রান্ত হয়েছে- যা অন্য দিনের তুলনায় প্রায় ১০ থেকে ১৫ গুন বেশি। সবাই যদি সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি না মানে, তাহলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হবে।
(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এলএ)