ময়মনসিংহ পুলিশের উদ্যোগে পাঁচ টাকায় ইফতার

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২১, ২০:০৫

করোনায় দেশজুড়ে চলছে লকডাউন। ফলে বন্ধ রয়েছে নিম্ন আয়ের মানুষের কর্মক্ষেত্র। এ অবস্থায় ময়মনসিংহ জেলা পুলিশ একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। সংকটের এমন দিনে পবিত্র রমজানে নিম্ন আয়ের মানুষের জন্য নামমাত্র মূল্যে ইফতার বিতরণ শুরু হয়েছে। ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে ৫ টাকা মূল্যে প্রতিদিন ২০০ মানুষকে দেওয়া হবে এই ইফতার।

শনিবার বিকালে আনুষ্ঠানিকভাবে ইফতার কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার আহমার উজ্জামান।

পুলিশ সুপার জানান, রমজানে লকডাউনে নিম্ন আয়ের মানুষ খাবার কষ্টে রয়েছে। সারাদিন রোজা রাখার পর তাদের পক্ষে ইফতার করাটা কষ্টকর। তাই রমজান জুড়ে চলবে এই কর্মসূচি। ৫ টাকার ইফতারে থাকছে মুড়ি, ছোলা, পিয়াজু, বেগুনি, খেজুর, শসা, আঙ্গুর, কলা ও জিলাপি। নগরীর বিভিন্ন স্থানে ঘুরে প্রতিদিন ২০০ মানুষের মাঝে পৌঁছে দেওয়া হবে এই ইফতার।

বিকাল ৪টার দিকে নগরীর টাউনহল মোড়ে প্রথমদিনের মতো আয়োজন করা হয় ৫ টাকায় ইফতার বিতরণ কার্যক্রম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাজাহান মিয়া, ফজলে রাব্বী, জয়িতা শিল্পী, গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ প্রমুখ।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :