যশোরে শেখ রাসেলের ভাস্কর্য ভাঙচুর, আটক ১

প্রকাশ | ১৭ এপ্রিল ২০২১, ২১:০০

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস

যশোর শহরের চারখাম্বা মোড়ে শেখ রাসেল ভাস্কর্যটি  ইট মেরে শনিবার ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আজিম ফকির নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। আটক আজিম ফকির যশোর সদর উপজেলার আড়পাড়া গ্রামের মৃত জয়নাল ফকিরের ছেলে। তিনি প্রিন্টিং প্রেস ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, আজিম ফকির বিভিন্ন মাজারে মাজারে ঘুরে বেড়ান। এদিন ভোর তিনটার দিকে তিনি ঘুরতে ঘুরতে শহরের চারখাম্বার মোড়ে যান। এসময় তিনি কয়েকটি ইট নিয়ে শেখ রাসেলের ভাস্কর্য লক্ষ্য করে ছুড়ে মারেন। এতে ভাস্কর্যের কাঁচ ভেঙে যায়। ভাস্কর্যের পাশে দায়িত্বরত পুলিশ সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে আজিম ফকিরকে আটক করে।

তিনি আরো বলেন, আজিম ফকিরের কথাবার্তা অসংলগ্ন। তিনি এর আগে মাদক মামলায় জেলও খেঁটেছেন। ফলে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রকৃত কারণ উদঘাটন সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ দিকে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, আজিম ফকিরের কথাবার্তা অসংলগ্ন৷ তবে সে বিএনপি করে৷ ভাঙুচুর না একটা ইট মেরেছে৷ তাকে আটক করা হয়েছে৷ নিয়মিত মামলা হবে৷

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এলএ)