বোয়ালমারীতে লকডাউন অমান্য করায় ছয় ব্যবসায়ীর জরিমানা

প্রকাশ | ১৭ এপ্রিল ২০২১, ২১:৪৭

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরের বোয়ালমারী পৌরবাজার সদরে লকডাউন অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে শনিবার ছয় ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালত পরিচালনা করেন বোয়ালমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মারিয়া হক।

আদারত সূত্রে জানা যায়, দেশব্যাপী করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত লকডাউন অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে বোয়ালমারী বাজারের সিমেন্ট ব্যবসায়ী পরেশ চন্দ্র সরকার ও গীতাঞ্জলি ইলেকট্রনিক্সের মিন্টু সাহাকে ৫০০০ টাকা করে এবং জুতা ব্যবসায়ী দাউদ, কাঠ ব্যবসায়ী হুমায়ুন, সোহাগ স্টিলের ইদ্রিস ও চুন্নু অটোকে ১০০০ টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বলেন, সবাইকে সরকারি বিধি-নিষেধ মেনে চলতে হবে। আগামীতেও এ ধরনের অভিযান চলবে।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এলএ)