টিপস

ইনস্টাগ্রামের ছবি-ভিডিও ডাউনলোডের উপায়

প্রকাশ | ১৮ এপ্রিল ২০২১, ১০:৫৫ | আপডেট: ১৮ এপ্রিল ২০২১, ১১:৫৩

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

ভিডিও এবং ছবি শেয়ারিংয়ের সবথেকে জনপ্রিয় সোশ্যাল মাধ্যম ইনস্টাগ্রাম। প্লাটফর্মটি চালুর শুরুর দিকে এটি ফটো শেয়ারিং অ্যাপ হিসেবেই আত্মপ্রকাশ হয়েছিল তার। কিন্তু আপনার ডিভাইসে কোনও ছবি বা ভিডিও ডাউনলোড করার অপশন দেয় না ইনস্টাগ্রাম। আপনার প্রোফাইলে সেগুলো চাইলেই আপনি সেভ করে রাখতে পারেন। কিন্তু আপনার ফোন বা কম্পিউটারে সেগুলো ডাউনলোড করে রাখার কোনও অপশন নেই। যদিও সেগুলো ডাউনলোড করার একাধিক উপায় রয়েছে।

প্রথমে শুরু করা যাক, কীভাবে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে কোনও ছবি বা ভিডিও সেভ করে রাখবেন, তা দিয়েই। পিইন্টারেস্ট কখনও ব্যবহার করে দেখেছেন? সেই পিইন্টারেস্টে কোনও ভিডিও বা ছবি যে ভাবে পিন করে রাখা হয়, ঠিক সেই ভাবেই ইনস্টাগ্রাম প্রোফাইলেও যে কোনও ছবি সেভ করে রাখতে পারেন। আর তা যদি জানা না থাকে, তাহলে দেখে নিন।

* প্রথমেই ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন। এবার যে ছবিটি বা যে পোস্ট আপনি সেভ করতে চাইছেন, সেখানে চলে যান।
* পোস্টের ঠিক নিচের দিকে কর্নারে দেখতে পাবেন একটি আইকন।
* সেই আইকনে ট্যাপ করুন, তাহলেই দেখবেন ফটো বা ভিডিও যাই হোক না কেন, আপনার কালেকশনে সেভ হয়ে যাবে।
* আর তারপরে আপনার সমস্ত সেভ করা পোস্ট আপনি হ্যামবার্গার আইকনে ক্লিক করে এবং 'সেভড' অপশন সিলেক্ট করলেই দেখতে পাবেন।

ইনস্টাগ্রামের কোনও ছবি আপনার ডিভাইসে কীভাবে ডাউনলোড করবেন?

* প্রথমে ওয়েব থেকে ইনস্টাগ্রাম খুলুন এবং যে ছবিটি ডাউনলোড করতে চাইছেন, সেটিও খুলে রাখুন।
* এবার তিনটি ডট বাটনে ক্লিক করুন এবং তার পরে 'গো টু পোস্ট' অপশন সিলেক্ট করুন।
* এবার ছবিতে রাইট ক্লিক করুন এবং 'ভিউ পেজ সোর্স’অপশনটি সিলেক্ট করুন।
* কন্ট্রোল + এফ সিলেক্ট করে জেপিজির জন্য সার্চ করুন। তারপরে লিঙ্কটি একটি নতুন উইন্ডো খুলে কপি ও পেস্ট করুন।
* এবার আপনার ডিভাইসে ছবিটি ডাউনলোডেড হয়ে যাবে।
* এছাড়াও একটি খুব সহজ উপায় হল, যে কোনও ছবির স্ক্রিনশট নিয়ে তা পরে ক্রপ করে নেওয়া।

ইনস্টাগ্রামের ভিডিও কীভাবে ডাউনলোড করবেন?

ইনস্টাগ্রামের কোনও ভিডিও আপনার স্মার্টফোন বা কম্পিউটারে ডাউনলোড করতে হলে ছবির মতো একই পদ্ধতি অবলম্বন করতে হবে। তবে কিছু পরিবর্তনও করতে হবে। সে ক্ষেত্রে প্রথম তিনটি ধাপ একই থাকবে। চতুর্থ ধাপে এসে আপনাকে Ctrl + F প্রেস করে mp4 সার্চ করতে হবে এবং তার পরে লিঙ্কে ক্লিক করতে হবে। এবার একটি নতুন উইন্ডোতে লিঙ্কটি খুলুন, রাইট ক্লিক করুন এবং পরবর্তীতে আপনার ডিভাইসে ভিডিওটি সেভ করুন।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এজেড)