যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে আহত যুবক মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ১১:৪৭ | প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২১, ১১:৪০

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত ৩২ বছর বয়সী যুবক বাবলু হোসেন মারা গেছেন। শনিবার দিবাগত গভীর রাতে ঢাকা মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে রাত সাড়ে নয়টার দিকে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা।

মারা যাওয়া বাবলু স্টিলের ফার্নিচার মিস্ত্রী ছিলেন। শহীদ ফারুক রোডের ৩৬/৩ নম্বর বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বাবলু ঠিকা নিয়ে বিভিন্ন ফার্নিচারের দোকানে কাজ করতেন। শনিবার রাতে যাত্রাবাড়ী কাজলা থেকে কাজ শেষে তার সহযোগী কামালসহ রিকশায় বাসায় ফিরছিলেন। শহীদ ফারুক রোডের মনা টাওয়ারের সামনে আসার পর কয়েকজন সন্ত্রাসী গতিরোধ করে বাবলুকে রিকশা থেকে নামিয়ে নেয়। পরে তাদের সঙ্গে থাকা সুইচ গিয়ার দিয়ে বাবলুর কপালে আঘাত করেন। তখন তিনি পড়ে গেলে তার পিঠে ছুরিকাঘাত করে ওই সন্ত্রাসীরা।

আহত অবস্থায় বাবলুকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে বাসায় আনা হয়। রাতে অবস্থার অবনতি হলে ফের তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক বাবলুকে মৃত ঘোষণা করেন।

ঢাকাটাইমস/১৮এপ্রিল/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :