করোনায় চলে গেলেন ঢাবি অধ্যাপক নজরুল ইসলাম

প্রকাশ | ১৮ এপ্রিল ২০২১, ১২:৪৭ | আপডেট: ১৮ এপ্রিল ২০২১, ১২:৪৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম খান।

শনিবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

৬২ বছর বয়সী অধ্যাপক নজরুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবি শিক্ষক সমিতির সভাপতি এবং পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া।

নিজামুল হক জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নজরুল ইসলাম খান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতরাত একটার দিকে মারা যান তিনি।

রবিবার বাদ জোহর উত্তরা সেক্টর-৩ জামে মসজিদে মরহুম নজরুল ইসলামের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেক্টর-৪ এর কবরস্থানে তাকে দাফন করা হবে।

ঢাকাটাইমস/১৮এপ্রিল/এমআর